এডসেন্স পেতে ব্লগ / সাইট মোবাইল ফ্রেন্ডলি কি না চেক করুন

আপনার একটা ব্লগ বা সাইট আছে আর সেখানে খুব ভালো কন্টেন্টও আছে। আপনার সাইটটা দেখতেও খুব আকর্ষনীয়। কিন্তু তবুও আপনি এডসেন্স পাচ্ছেন না। আপনি হাজার হাজার সাইট দেখবেন যেখানে এডসেন্স এ কিভাবে এপ্রুভাল পেতে হয় সে বিষয়ে বলছে। আপনাকে বলতেছে ভালো কন্টেন্ট বানান আপনি বানাচ্ছেন। এরপর বলছে কপিরাইট করবেন না আপনি করছেন না। তারপর বলছে সাইটটা একটু আকর্ষনীয় করেন আপনি তাও করলেন। তারপর আরো দুই চার টা টিপস দিবে আর লাস্ট এ বলবে যে এইভাবে করলে ১-২ মাসের মধ্যে আপনি এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন। কিন্তু ১-২ বছরেও আপনি এপ্রুভাল এর মুখ দেখলেন না। 
Official Google Webmaster Central Blog: Rolling out the mobile ...
আসলে এসব বাদেও আপনাকে একটা জিনিশ দেখতে হবে সেটা হচ্ছে আপনার সাইটের ইউজার এক্সপেরিয়েন্স কেমন। এটা যদি ঠিক করতে পারেন তাহলে এপ্রুভাল পাওয়ার পাশাপাশি আপনার সাইটের ট্রাফিক ও হাজার গুনে বেড়ে যাবে।

ইউজার এক্সপেরিয়েন্স বলতে আসলে বুঝাচ্ছি যে ইন্টারনেট জগতে আপনার সাইটটা কতটা ফাস্ট, রিলায়েবল, কতটা মোবাইল ফ্রেন্ডলি। আর এটা গুগল ই আপনাকে করার সুযোগ করে দিয়েছে কিন্তু আপনি তা কখনো চেক করেননি। হয়তোবা সে বিষয়ে আপনার কোন ধারণা নেই নয়তো বা এটার গুরুত্ব আপনি বুঝতে পারেন নি। 

আপনার সাইট টা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা প্রথমে চেক করে দেখুন। চেক করতে ক্লিক করুন mobile-friendly test বর্তমান সময়ে কম্পিউটার এর চেয়ে মোবাইলে নেট ইউজার বেশী। সুতরাং আপনার সাইট যদি মোবাইল এ ভালো ভাবে শো না করে তাহলে আপনি অর্ধেকের বেশী ট্রাফিক হারাবেন আপনার সাইট থেকে। এখানে আপনি এটাও দেখতে পারবেন যে মোবাইলে আপনার সাইটের কোন কোন জিনিশগুলো ঠিকঠাক কাজ করছে না এবং সেগুলো ঠিক করতে পারবেন। 

এগুলো সবই আপনি ঠিক করলেন কিন্তু আপনার আসল জিনিশটা দেখা এখনো বাকি আছে আর সেটা হচ্ছে আপনার সাইটের পেইজ গুলো কত তাড়াতাড়ি অনলানে শো করে। আমরা সবাই জানি যে যারা ভিউয়ার তারা যখন কোন সাইটে প্রবেশ করে তখন যদি ওই সাইটের পেইজ লোড হতে অনেক সময় নেয় তাহলে কিন্তু সেই ভিউয়ার সেখানে আর থাকে না অন্য কোন জায়গায় চলে যায়। 

গুগলের তথ্যমতে ৫৩% ভিউয়ার ওই সাইট গুলোকে পরিহার করে যেই সাইটগুলোর পেইজ লোড হতে ৩ সেকেন্ডের বেশী সময় লাগে। সুতরাং আপনার পেইজলোড কেমন গতিতে হচ্ছে সেটাও আপনার দেখার একটা বড় বিষয় কারণ আপনার পেইজ লোড যদি ধীরে হয়ে তাহলে অনেক ট্রাফিক থাকবে না আর গুগলের এড শো করতে আরো বেশী সময় লাগবে সুতরাং গুগলও সেখানে এড দেখাবে না। আর আপনার ট্রাফিক তো এমনিতেই কমে যাবে। 

আপনার সাইটের মোবাইল পেইজ স্পীড কেমন সেটা জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন mobile page speed. এইখানে আপনি আপনার পেইজ লোড স্পীড কিভাবে বারানো যায় সে বিষয়ে অনেক তথ্য পাবেন তাছাড়া আপনার সাইট এর লোডিং স্পীড কম কেনো সেটাও দেখ্তে পারবেন। একটা জিনিশ গুগল বার বার বলছে আর সেটা হলো আপনার ডেস্কটপ সাইটে যা আছে সেটা আপনার মোবাইল সাইটেও একই হতে হবে। আর সাইটের ফন্ট গুলোর জন্য আপনার সাইটের স্পীড কমে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য আপনি গুগল নির্দেশিত ফন্ট ব্যবহার করবেন এতে আপনার সাইটের স্পীড অনেক বেশী থাকবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনি গুগলের এই পেইজ থেকে ঘুরে আসতে পারেন Refining your website’s user experience in 3 steps ধন্যবাদ। আসসালামু আলাইকুম।