Good Review
Alibaba অথবা Aliexpress থেকে কেনাকাটা করুন স্বাধীন মাস্টারকার্ড দিয়ে
আলিবাবা থেকে কেনাকাটা করুন স্বাধীন মাস্টারকার্ড দিয়ে
তখন আপনি গুগলে সার্চ দিলেন যে কিভাবে বাংলাদেশ থেকে আলিবাবা কিংবা আলি এক্সপ্রেস থেকে পণ্য কেনা যায়। তখন প্রায় হাজারটা সাইটে দেখতে পেলেন যে তারা বলছে ইবিএল একুয়া প্রিপেইড মাস্টারকার্ড সম্পর্কে। হ্যা এটা ঠিক যে এছাড়া আপনার আর কোন উপায় নাই। তাছাড়া এইসব কার্ডে টাকা ঢুকানোর জন্য আপনার একটা পাসপোর্ট ও লাগবে।
এখন আমি বলি ব্যাংক এশিয়া যে স্বাধীন কার্ডটি এনেছে সেটিও একই নিয়ম অনুসরণ করে ডলার ঢুকাতে হয়। কিন্তু এই কার্ডটিতে আপনি একটা বিশেষ সুবিধা পাবেন আর সেটা হচ্ছে এই কার্ড দিয়ে আপনি বিদেশ থেকে আপনার অনলাইনে আয়কৃত টাকাও আনতে পারবেন যেটা আপনি ইবিএল এর কার্ডে পাবেন না। একমাত্র স্বাধীন কার্ডেই এই সুবিধাটা রয়েছে।
কার্ড টি পেতে প্রথমেই আপনাকে ব্যাংক এশিয়ার নিকটস্থ কোনো ব্রাঞ্চের কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে। ব্যাংক এশিয়ার ব্রাঞ্চের লিংক এখান থেকে দেখে নিতে পারেন। এরপর:
- ০২কপি পাসপোর্ট সাইজের ছবি
- ন্যাশনাল আইডি কার্ড (অরিজিনাল কপি এবং ১টা ফটোকপি)
- পাসপোর্ট
- চার্জ ৫০০টাকা (ভ্যাট ৭৫টাকা) মোট ৫৭৫টাকা।
এগুলো নিয়ে ব্যাংক এশিয়ার আপনার কাছের কোনো ব্রাঞ্চে চলে যান। বাকি কাজ কার্ড ডিভিশনে দায়িত্বে থাকা অফিসার ই আপনাকে করে দিবে।
এবার আসাযাক কাজের কথায়। সবই না হয় বুঝলাম, কিন্তু কি কি সুবিধা পাবো এই কার্ডে?
- ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।এখানে একটা ব্যাপার উল্লেখ করা যায় যে আপনি ফরেন কারেন্সীতে কোনো লেনদেন করতে চাইলে প্রথমে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক এবং সেটা ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে তারপর ই আপনি “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন এর আগে না।
- মাস্টারকার্ড লোগো সম্বলিত যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা অর্থ এই কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন।
- আপনার আয়কৃত অর্থের ৭০% আপনি ফরেন পার্টে খরচ করতে পারবেন। যেমন- আপনি ফাইভারে কাজ করেন। সেখান থেকে আপনার আয় ১০০ ডলার। আপনি এই ১০০ডলার ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড এর মাধ্যমে বাংলাদেশে আনলেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৭০ডলার USD পার্টে খরচ করতে পারবেন একং ৩০ডলার সমমূল্যের টাকা ১ ডলার = ৮০টাকা হিসেব করলে ২৪০০টাকা। যদিও এখন ডলার রেট ৮৩-৮৫টাকা) বাংলাদেশ থেকে তুলতে পারবেন।তবে আপনি চাইলে পুরো টাকাই বাংলাদেশ থেকে তুলতে পারবেন। এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। কিন্ত USD কারেন্সী থেকে কেনাকাটা করলে তা আয়কৃত অর্থের ৭০% এর বেশি করা যাবে না।
- সব ধরনের ATM মেশিন থেকে টাকা উত্তোলন করা যাবে।
- দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট দেয়া যাবে।
- ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
- কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা এবং সিকিউরি এনশিওর করবে।
- টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে SMS এলার্ট আসবো মেবাইলে।
- ইন্টারনের ব্যাংকিং সুবিধা।
- ২৪ঘন্টা কল সেন্টার সার্ভিস।
এখন আপনারাই বিবেচনা করে দেখুন স্বাধীন কার্ড নিবেন নাকি ইবিএল এর কার্ড নিবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ