নতুনদের জন্য কিছু ট্রান্সক্রিপশন জব সাইট


TranscribeMe: The most accurate transcription starting at $0.79 ...বেতনঃ ১৫ থেকে ২২ ডলার প্রতি অডিও ঘন্টা।
পেমেন্টঃ পেপাল 
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।
চাহিদাঃ মধ্যম।

এই সাইট টি খুবই জনপ্রিয় নতুন ট্রান্সক্রিপ্টারদের জন্য এবং এর মাধ্যমে তারা কাজ সেখার পাশাপাশি ভালো পরিমান আয় করতে পারে। এখানে কাজ করতে কোন অভিজ্ঞতার দরকার নেই কিন্তু যদি আইন এবং মেডিকেল বিষয়ে ভাল জ্ঞান থাকে তাহলে সর্বোচ্চ পে করে থাকে। কোম্পানীর রেকর্ড থেকে দেখা যায় একজন ট্রান্সক্রিপ্টার মাসে ২৫০ ডলার সহজেই কামাই করে থাকে এবং অভিজ্ঞরা ২২০০ ডলার পর্যন্ত আয় করে থাকে।

এরা অডিও ক্লিপ গুলোকে ভাগ করে করে ১- ২ মিনিটের ক্লিপ বানায় এবং সেগুলোকে ট্রান্সলেট করতে পাঠায়। জয়েন করতে চাইলে রেজিঃ করে একটা পরীক্ষা দিতে হবে এবং এখানে সহজেই পাস করা যায়।


বেতনঃ ০.৭০ থেকে ১.২৫ ডলার প্রতি অডিও মিনিট।
Business Transcription Services | Accurate, Fast, Trustedপেমেন্টঃ পেপাল অথবা ডাইরেক্ট ব্যাংক।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই, ফুট পেডাল লাগবে, আমেরিকার নাগরিক হতে হবে
চাহিদাঃ উচ্চ।

এই কোম্পানিটি সর্বোচ্চ পে করা কোম্পানির মধ্যে অন্যতম। এখানে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেহেতু এটি শুধুমাত্র আমেরিকার লোক নেয় তাই কিছু অসুদপায় অবলম্বন করে এই সাইটে কাজ পাওয়া যায় এবং ভাল আয় করা যায়।


বেতনঃ ০.৬০ ডলার পর্যন্ত প্রতি অডিও মিনিট।
Gotranscript Review: All You Need to Know! | Affiliate Doveপেমেন্টঃ পেপাল অথবা পেয়নিয়ার।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।
চাহিদাঃ মধ্যম।

এদের এখানে কাজ পেতে খুব একটা ঝামেলা নেই এবং এদের পে রেট ও খারাপ না। তারা সারা বিশ্ব থেকেই লোক নেয় এবং কোন অভিজ্ঞতা লাগে না।এখানে আইডি কার্ড ও মোবাইল এস এম এস এর মাধ্যমে ভেরিফাইড হতে হয়।

এই কোম্পানি ১০ মিনিটের অডিও এর জন্য ৬ ঘন্টা সময় দেয় তাই এখানে যারা অনেক স্লো টাইপার তারাও কাজ করতে পারে। তাদের কোন ধরাবাধা নেই যতটুকু ইচ্ছা ততটুকু কাজ করা যায় ও টাকা তোলা যায়।

বিভিন্ন সাইটেও তাদের রিভিউ অনেক ভালো কিন্তু তাদের ব্যপারে একটাই অভিযোগ করে সবাই আর সেটা হচ্ছে তাদের অডিও গুলো একটু খারাপ কোয়ালিটির।


The Daily Transcript - Photos | Facebookবেতনঃ ০.৭৫ থেকে ০.৮৫ ডলার প্রতি অডিও মিনিট। 
পেমেন্টঃ চেক এর মাধ্যমে টাকা দেয় প্রতি সপ্তাহে।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই, আমেরিকার নাগরিক হতে হবে
চাহিদাঃ উচ্চ।

এরা সধারণত বিভিন্ন টিভি সিরিজ মুভি ইত্যাদির সাথে কাজ করে। যেহেতু আমেরিকার রেসিডেন্স হতে হবে তাই এ সম্পর্কে আর কিছু বলব না।

৫. Rev

Freelance Transcription Jobs | Transcription Jobs from Home - Rev
বেতনঃ ০.৩০ থেকে ১.১০ ডলার প্রতি অডিও মিনিট।
পেমেন্টঃ পেপাল। 
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই। 
চাহিদাঃ উচ্চ।

এখানে প্রায় ৬০,০০০ ফ্রীল্যান্সার কাজ করে। এখানে কাজ করতে হলে ভালো লিসেনিং স্কিল থাকতে হবে এবং পাশাপাশি ভালো টাইপিং স্কিল এবং দ্রুত গতির ইন্টারনেট থাকতে হবে।

এখানে প্রজেক্টের সংখ্যা অসংখ্য হওয়ায় কাজ পেতে কোন অসুবিধা হয় না এবং ইচ্ছামত কাজ করা যায়।


বেতনঃ ০.৮৫ থেকে ১ ডলার প্রতি অডিও মিনিট পাশাপাশি বোনাস ও পাওয়া যায় যা কাজের মানে উপর ভিত্তি করে।  
Audio Transcription Services - High Quality - Awesome Support ...পেমেন্টঃ পেপাল
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
চাহিদাঃ উচ্চ। 

এখানে শুধুমাত্র তাদের ফরম ফিলাপের মাধ্যমে জয়েন করা যায় এবং কোন ঝামেলা নাই। অভিজ্ঞতা আছে কি নাই সেটা দেখার প্রয়োজন তাদের নাই। আপনি এক্সেপ্টেড হঊয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারবেন।

এখানে বোনাস এর মাধ্যমে টাকা দেওয়া হয়। এর মানে আপনি যত ভালো কাজ করবেন আপনার র‍্যাংক তত বাড়তে থাকবে আর যত বেশী র‍্যাংক থাকবে তত বেশী আয় করতে পারবেন।

৭. CrowdSurf

Get Paid for Transcription Work with CrowdSurf - One Wage Familyবেতনঃ ০.০৩ থেকে ০.২০ ডলার প্রতি অডিও মিনিট পাশাপাশি বোনাস ও পাওয়া যা কাজের মানে উপর ভিত্তি করে।   
পেমেন্টঃ চেক, পেপাল, ক্রেডিট কার্ড, ব্যাংক।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
চাহিদাঃ মধ্যম।

এর মূলত শিক্ষা, ব্যবসা ও সাধারণ বিষয় ট্রান্সক্রিপ্ট করে। এরা ৫ থেকে ৩০ সেকেন্ডের ছোট ছোট অডিও ক্লিপ দেয় যা খুব সহজ ভাবে সম্পাদন করা যায়। 

এখানে সাইন আপ করা খুব সহজ এবং কাজ পাওয়া খুব সহজ, ফটো আইডি দ্বারা ভেরিফাইড হতে হয়। 

এরা আসলে খুব কম টাকা দেয় এবং এখানে কাজ করে খুব একটা লাভ করা যায় না, কিন্তু নতুনদের জন্য কাজ সেখার এক আদর্শ জায়গা এটা এবং এখানে কাজ করে খুব মজা পাওয়া যায়।

৮. Upwork

Upwork for Freelancers - Apps on Google Playএইটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই খুব ভালো জানেন কারণ যখন অনলাইনে আয় করতে আসছেন তখন প্রথমে এইখানেই ঢু মারছিলেন। এইখানে কাজ পেতে অনেক কষ্ট করা লাগে সেটা ভালই জানেন, টবে বিড করে চেষ্টা করবেন, কারণ আপনি যদি ভাল ট্রান্সক্রিপ্টের হোন তাহলে কাজ ইনশাল্লাহ পাবেন।


বেতনঃ ০.৪৫ থেকে ১.৭৩ ডলার প্রতি অডিও মিনিট  
Way With Words Transcription Review: Is It Scam or Worth Your Time?পেমেন্টঃ পেপাল
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
চাহিদাঃ উচ্চ।

এই কোম্পানিটি খুবই বন্ধুসুলভ এবং এরা ভালোই টাকা দেয় নতুনদের। কিন্তু তাদের এখানে ল্যাঙ্গুয়েজ তেস্ত দিতে হয় এবং ৬৮ মিনিটের একটা অডিও ট্রান্সক্রিপ্ট পরীক্ষা দিতে যা প্রথমে খুব কষ্টসাধ্য হয়ে পরে।

প্রথমে এই সাইটগুলো থেকে কাজ শিখুন এবং অল্পতে সন্তুষ্ট থাকুন এবং ১-২ মাস কাজ করতে পারলে আপনি অভিজ্ঞদের সাইট গুলোতে কাজ করতে পারবেন। পরবর্তী পোষ্টে অভিজ্ঞদের সাইট সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।