আম চারা থেকে দুই বছর পর আয় করুন ১০ থেকে ২০ লক্ষ টাকা

আসসালামু আলাইকুম। আপনারা পোষ্ট এর হেডলাইন দেখে হয়তো ভাবছেন এরকম তো হাজার টা পোষ্ট দেখলাম কিন্তু কই কোনটাতেই তো কোন কাজ হল না। ঠিক আছে কিন্তু এইটা পরার জন্য একবার অনুরোধ করলাম। যদি আপনার কাছে মনে হয় যে এটা একটা ভুয়া পোষ্ট তাহলে কথা দিচ্ছি আমি এই জাতীয় পোষ্ট আর কোনদিন করব না।

মনে রাখবেন এটার জন্য আপনাকে দুইবছর অপেক্ষা করতে হবে আর প্রথম বছর পরে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। একটু বললে ভুল হবে অনেকটাই পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি দ্বিতীয় বছরেও পরিশ্রম না করতে চান তাহলে আপনার মুনাফা অনেক কমে যাবে আর সেটা কিভাবে এই পোষ্ট টা পড়লেই বুঝতে পারবেন। আপনি কোথাও এইরকম পোষ্ট পাবেন না যেখানে আম চারা করার প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ভাবে বলা আছে।

তো এ ব্যবসাটা করতে হলে আপনার কিছু জিনিশ লাগবে আর তার মধ্যে অন্যতম জিনিশ হচ্ছে জমি। ২ থেকে ৪ বিঘা জমি হলে সবচেয়ে ভাল হবে কিন্তু প্রথম বছর এত জমি না হলেও চলবে। আমি এখানে ১০ হাজার চারা করার জন্য যা যা লাগবে তার একটা বর্ণনা দিব।

Tree, Leaves, Mango, Nature, Trees
আপনি প্রথমে ২ থেকে ৫ শতক জায়গা চাষ দিয়ে রাখবেন আম যখন পাকা শুরু করে এবং সেখানে পাকা আমের আটি খুব ঘন ঘন করে বুনে দিবেন। এটা করা খুব সহজ। আপনি শুধু একটার পর একটা আটি পাশাপাশি পুতে দেবেন আর মাটি দিয়ে ঢেকে দিবেন আর এটা ঘন হলেও কোন সমস্যা নাই শুধু আটি থেকে গাছ বের হলেই হবে। এখন হয়তো ভাবছেন এত আটি পাব কই? এগুলো আপনি এলাকার বাচ্চাদের দিয়ে সংগ্রহ করতে পারেন আর এ জন্য আপনাকে খুব বেশি হলে ১০০০ খানিক টাকা খরচ করা লাগতে পারে। আর তাছাড়া আপনি বাড়িতে আম গাছ থাকলে সেখান থেকেও আটি সংগ্রহ করতে পারবেন।

এখন মাস খানিক পরে আপনার গাছ যখন একটু বড় হবে তখন আপনাকে প্যাকেট সংগ্রহ করতে হবে আর আপনি বিভিন্ন নার্সারীতে গেলে তারা আপনাকে প্যাকেটের সন্ধান দিবে। আপনি সিমেন্টের ব্যাগের তৈরি প্যাকেট ব্যবহার করবেন যেটা ১০০০ পিস ১০০০ টাকা নিবে। ১০০০ পিস ৭০০ টাকা যেটা সে প্যাকেট নিবেন না কারণ সেটা ছোট হবে। এখন আপনি ১০০০০ প্যাকেট নিয়ে সেটাতে গোবর মিশ্রিত মাটি ভরবেন। এজন্য আপনি শ্রমিক নিতে পারেন। প্রতি প্যাকেট এক টাকার বিনিময়ে ভরাতে পারেন, সেক্ষেত্রে ১০০০০ টাকায় আপনার কাজ হয়ে যাবে।

প্যাকেট ভরানোর সময় একেবারে গাছ সহ প্যাকেট ভরাবেন এক্ষেত্রে প্রথমে গাছটিকে জমি থেকে টেনে তুলবেন। তারপর কাটিং প্লায়ার্স দিয়ে মূল যে লম্বা শিকর আছে সেটার মাঝামাঝির একটু নিচ থেকে কেটে দিবেন। তারপরে প্যাকেটে দিয়ে মাটি ভরে দিবেন। মনে রাখবেন শিকর অবশ্যই কাটতে হবে নাহলে সেটা প্যাকেট ছিদ্র করে বের হয়ে যাবে। তারপর প্যাকেট গুলো কে সারি সারি করে সাজিয়ে রাখবেন। প্যাকেটগুলো যেন একটার সাথে আরেকটা লেগে থাকে সেভাবে সাজাবেন।

প্রথম বছরের কাজ শেষ, আপনাকে শুধু পানি দিতে হবে মাঝে মাঝে যখন দেখবেন প্যাকেটের মাটি শুকিয়ে গেছে। মোটরের সাথে পাইপ লাগিয়ে এই কাজটি খুব সহজেই করতে পারবেন।উপর থেকে পানি ছিটিয়ে দিলেই হবে।

পরের বছর গ্রীস্মে আপনার গাছগুলো দেখবেন যথেষ্ট বড় হয়ে গেছে এবং ঐ গাছের আগা কেটে কলম করতে হবে । গাছে কিভাবে কলম করতে হয় এবং কলমের সায়ন কোথা থেকে সংগ্রহ করতে হয় তা আপনি গুগল এ হাজার হাজার ভিডিও পাবেন। এই কলম যদি আপনি নিজে আস্তে আস্তে করতে পারেন পুরো শীত আসার আগ পর্যন্ত তাহলে তাহলে আপনার কোন খরচ হবে না আর যদি বাইরে থেকে কোন মাস্টার নিয়ে আসেন কলম বাধার জন্য তাহলে গাছ প্রতি ৫ থেকে ১০ টাকা লাগবে কলম প্রতি। এরপর আপনি গাছগুলোকে মাটিতে এক হাত পর পর গেড়ে দিবেন প্যাকেট সহ এবং জমিতে সার বিষ ব্যবহার করে গাছ কে দ্রুত বড় করতে পারবেন। পরের বছর প্যাকেট সহ মাটির নিচ থেকে উঠিয়ে প্রতিটি গাছ ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

এখন ১০০০০ গাছের একটা আনুমানিক হিসাব করা যাক-

প্যাকেট ১০,০০০ পিস- ১০,০০০ টাকা।
মাটি ১ গাড়ী- ১৫০০ টাঁকা।
শ্রমিক খরচ- প্রথমে ১০,০০০ টাকা
দ্বিতীয় বছরে শ্রমিক খরচ- ১০,০০০ টাকা
মাস্টার যদি কাজে লাগান - ৫০,০০০ - ১,০০,০০০ টাকা
মোট খরচ হল- ৮১,৫০০ থেকে ১,৩১,৫০০ টাকা

অপরদিকে আপনি এই গাছ বিক্রি করতে পারবেন ১০০ থেকে ২০০ এর মধ্যে মানে দাড়ালো ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে।

উল্লেখ্যঃ
*সায়ন সংগ্রহের জন্য আপনি বিভিন্ন বড় বড় গাছ নিদিষ্ট করবেন এবন কোন জাতের আম গাছ ব্যবহার করবেন সেদিকে নজর দিবেন। বাজারে কোন আমের চাহিদা বেশি সেই গাছ থেকে সায়ন নিবেন। 
*তাছাড়া আপনি বিভিন্ন নার্সারী থেকে সায়ন সংরহ করতে পারবেন প্রতি হাজার ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। যত ভালো জাত তত দাম বেশী। 
*সায়ন কলম করার জন্য ২ দিন পরযন্ত তাজা থাকে।
*সবসময় সুস্থ্য সবল রোগ্মুক্ত সায়ন ব্যবহার করবেন।
*কোন গাছে কলম না টিক্লেও সমস্যা নেই, ঐ গাছের একটু নিচে কেটে আবার কলম দেওয়া যাবে; গাছের কোন ক্ষতি হবে না। 

**সায়ন হচ্ছে মাতৃ গাছ থেকে নেয়া ডাল যেটা আপনি আপনার চারা গাছের সাথে কলম করে বেধে দিবেন। 

ধন্যবাদ লেখাটি কষ্ট করে পড়ার জন্য। কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন যথা সম্ভব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোন কিছু যদি ভুল হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।