Online Business
বাংলা ব্লগ বা সাইট থেকে কত টাকা আয় করা যায়।
বাংলা ব্লগ বা সাইট থেকে কত টাকা আয় করা যায়।
আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আজকাল ইন্টারনেট থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়ে অনেক ঘাটাঘাটি করছেন এবং অনেক সাইটে ঘোরাঘুরি করছেন। কিন্তু লাভ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। অনেকে বলছেন পিটিসি সাইট গুলোতে কাজ করতে। সেখানে নাকি প্রতিদিন ১০ থেকে ২০ ডলার আয় করা যায়। আপনি এগুলো শুনে সেটা করতে গেলেন কিন্তু দেখলেন এর মধ্যে কিছুই নাই। শুধু শুধু আপনার সময় নষ্ট হচ্ছে। তারপর গেলেন ফ্রীল্যান্সিং করতে কিন্তু সেখানেও কোন কাজ পেলেন না; কারণ আপনার কোন কাজের অভিজ্ঞতা নাই। আর ওইখানে লাখ লাখ লোক বিড করে সুতরাং আপনার প্রোফাইল বায়ারের চোখেই পড়ে না। আসলে আমি নিজেও এইসব সমস্যা মোকাবিলা করে সব শেষে দেখলাম একটা ব্লগ করি। যদি এখান থেকে কিছু আয় করতে পারি।
এখন আমি বলি, বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যত মানুষ আছে ইউরোপের দুই চারটা দেশ মিলেও অত মানুষ নেই। বাঙ্গালিরা এখন নেট ইউজ করা শিখছে আর এটা দিন দিন গণহারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ভবিষ্যতে বাংলা ওয়েবসাইট গুলোতে কি পরিমাণ ট্রাফিক বৃদ্ধি পাবে তা আর বলা লাগে না। গুগল কিন্তু কিছুদিন আগে বাংলা ওয়েবসাইট গুলোতে এডসেন্স এপ্লাই করার সুযোগ দিয়েছে। এটা কেন দিয়েছে তা আর বলা লাগে না। কারণ এখন বাংলাদেশী কোম্পানীগুলো গুগল এড ব্যবহার করছে তাদের কোম্পানির প্রচারের জন্য। সুতরাং এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে বাংলা ব্লগ করলে আয় করা যাবে। কিন্তু কেমন টাকা আয় করা যাবে সেটাই চিন্তার বিষয়।
টাকা আয় করা টা নির্ভর করে দুইটা জিনিশের উপর। প্রথমত এডসেন্স এ এপ্রুভাল পাওয়া আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাফিক। আর এই দুইটা জিনিশই নির্ভর করে একটা জিনিশের উপর; যেটা গুগল সবসময় বলে আর আমিও বলছে, সেটা হচ্ছে ভালো কন্টেন্ট। নতুন কোন কন্টেন্ট, নতুন কোন আইডিয়া যেটা মানুষ দেখবে নতুন ভাবে, শিখবে নতুন ভাবে। ধরেন আপনি একটা কন্টেন্ট পোষ্ট করলেন এমন যে, কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয় সেক্ষেত্রে এটা কোন নতুন কিংবা আকর্ষনীয় আইডিয়া না। কিন্তু আপনি যদি পোষ্ট করেন যে কিভাবে ফেসবুকে আপনার পণ্য বিক্রি করতে পারবেন, তাহলে এটা আগেরটার চেয়ে একটু উন্নত আইডিয়া। আপনি যত উন্নত আইডিয়া সম্পর্কে লিখতে পারবেন ট্রাফিক আপনাকে খুজে নেবে। আপনাকে ট্রাফিক খুজতে হবে না।
ভালো কন্টেন্ট থাকলে এডসেন্স ও আপনার একাউন্ট এপ্রুভ করবে খুব দ্রুত।এখন হয়তো বলবেন কত টাকা আয় করা যায়। সেক্ষত্রে বলব যে ভালো কন্টেন্ট হলে আর ভাল ট্রাফিক হলে প্রথম অবস্থায় মাসে ১০০ থেকে ২০০ ডলার আয় করা যায়। মনে রাখতে হবে আপনার কন্টেন্ট যত বেশি হবে ট্রাফিক ও তত বেশী হবে। মাসে ১০০০ থেকে ২০০০ ডলার ও ইনকাম করতে পারবেন প্রতিদিন মাত্র একটি আর্টিকেল পোষ্ট করে। কিন্তু আপনার ব্লগটি একটি মানসম্মত ব্লগ হিসেবে গড়ে তুলুন প্রথম থেকেই।
আপনার ব্লগটিকে একটি দোকানের সাথে তুলনা করুন। আপনার দোকানে যত বেশী আইটেম থাকবে কাষ্টমারের সংখ্যাও তত বেশী থাকবে। ধরুন আপনি যদি আপনার দোকানে মোবাইল রিচার্জ রাখেন দেখবেন সে মোবাইল রিচার্জ করতে এসে অন্য আরো অনেক দরকারি পণ্য আপনার দোকান থেকেই কিনছে। কিন্তু সে যদি কোন একটা পন্য আপনার দোকানে না পেয়ে অন্য দোকানে যায় তাহলে দেখবেন সে ঐ দোকানের কাষ্টমার হয়ে যাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে হার্ডওয়ার এর দোকানে চাল বেচলে কাষ্টমার তেমন ইফেক্ট করবে না। সুতরাং আপনার সাইটের ক্যটাগরি গুলোর দিকে নজর দিয়ে সেইভাবেই ব্লগ সাজান। আর অবশ্যই ভাল পণ্য রাখুন আপনার দোকানে মানে আপনার ব্লগে।
ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ