Search Engine এ Blog বা Site কে প্রথমে আনতে জানুন গুগল এলগরিদম। 



এই পোষ্টটি পড়লে আপনারা একটা জিনিশ জানতে পারবেন আর সেটা হচ্ছে কিভাবে আপনাদের ব্লগ বা সাইট কে গুগলের সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে আনতে পারবেন। এর জন্য আপনাকে গুগল এলগরিদম সম্পর্কে জানতে হবে আর কীওয়ার্ড ব্যবহার সম্পর্কে জানতে হবে। 

গুগল এলগরিদম কি ও এর প্রয়োজনীয়তা

Google Algorithm Update | Broad Core Search Algorithm Upda… | Flickrইন্টারনেট জগতে আমরা যখন কোন কিছু খুজি বা কোন ইউজফুল সাইট এর সন্ধান করি তখন সাধারণত গুগলে সার্চ করে থাকি। নেটক্রাফট ফার্মের তথ্যমতে পৃথিবীতে প্রায় ১৫ কোটি ওয়েবসাইট আছে। এখন এই সাইট গুলোর মধ্যে কোনটা আপনার দরকারি, কোন সাইটে গেলে আপনি দরকারি কিছু পাবেন সেটা আপনার মনে রাখা সম্ভব না। যেমন ধরেন ১০ টা কাচা রসুন একেবারে খেলে আপনার পেটে কি সমস্যা করবে নাকি করবে না সেটা আপনি জানেন না। কিন্তু ওপাশ থেকে কেও হয়তো এই বিষয়ে একটা পোষ্ট করেছে। কিন্তু আপনি তার সাইটের এড্রেস কিন্তু জানেন না, তাই আপনি সেটা খুজে পাবেন না। আর এই কাজটাই গুগল করে থাকে। তারা আপনার সামনে সেই সাইট গুলোকেই তুলে ধরে যেটা আপনি খুজে বেড়াচ্ছেন। আপনার সার্চ ইঞ্জিন জটিল এলগরিদম এর মাধ্যমে এই কাজ টি সম্পন্ন করে থাকে।

গুগল এলগরিদম ওয়েব সার্চ করে কীওয়ার্ডের মাধ্যমে, যেটা দিয়ে আপনি সার্চ দেন গুগল সার্চ ইঞ্জিনে। গুগল এলগরিদম কীওয়ার্ডগুলোকে একটা র‍্যাংক এর মাধ্যমে আপনার সামনে প্রকাশ করে, অর্থাৎ আপনি যে কীওয়ার্ড দিয়ে সার্চ দিলেন সেটা কতবার ব্যবহার হয়েছে এবং এইসব কীওয়ার্ড কোন কোন সাইটে বেশি পাওয়া যায় এবং কোন কোন সাইটে বেশী এন্ট্রি হয়েছে তার উপর নির্ভর করে গুগল এলগরিদম সার্চ ইঞ্জিনে আপনাকে ফলাফল দিবে। তাই ভালো র‍্যংকিং এর পেজ গুলো গুগল আগে দেখাবে। অর্থাৎ আপনার কীওয়ার্ডের সাথে ওই সাইটেই সবচেয়ে ভাল কিছু পাবেন বলে গুগল মনে করে। 

গুগল এর কীওয়ার্ড খোজার নিয়ম অন্যান্য সার্চ ইঞ্জিন এর মতই। এটা অনেকটা স্বয়ংক্রিয় প্রোগ্রাম যেটাকে স্পাইডার অথবা ক্রলারস বলা হয়ে থাকে। এই প্রোগ্রাম ওয়েবসাইটের প্রতিটি লিঙ্ক এ যায় এবং ইন্ডেক্স পেইজ তৈরি করে কিছু নির্দিষ্ট কীওয়ার্ডের মাধ্যমে। গুগল এই কীওয়ার্ডগুলোই ব্যবহার করে আমাদের সার্চ করার সময় এবং আমাদের সামনে ওই পেইজ বা সাইট তুলে ধরে। গুগল স্পাইডার বা ক্রলার এর কিছু উন্নত ফাংশন আছে, যেমন এটা অরিজিনাল কন্টেন্ট এর সাইট থেকে অন্য কোন থার্ড পার্টি সাইটকে পৃথক করতে পারে। এতে আমাদের সার্চ এর সময় অহেতুক সাইটগুলো আসে না। শুধু অরিজিনাল সাইটগুলোই দেখায়।

সুতরাং আপনার পেইজে কীওয়ার্ড কিভাবে বসাবেন তার উপরেই নির্ভর করে গুগল আপনার সাইটকে কোথায় দেখাবে। গুগল আপনার পেইজের সকল জায়গায় কীওয়ার্ড খোজে কিন্তু আপনার কন্টেন্ট এর হেডলাইনে কী ওয়ার্ডগুলো থাকলে সবচেয়ে ভালো হয়ে এতে আপনার পেইজ সহজেই গুগল র‍্যঙ্কিং এ এগিয়ে থাকবে। বড় হেডলাইনে কীওয়ার্ড বেশী থাকে বিধায় ছোট হেডলাইন এর চেয়ে বড় হেডলাইন ব্যবহার করা উত্তম। কারণ গুগল হেডলাইন থেকেই বেশী কীওয়ার্ড সংরহ করে থাকে। 

ধন্যবাদ সবাইকে আমার ব্লগের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।