Bad Review
Neobux: সময় অপচয়ের কারখানা
নিওবাক্সঃ সময় অপচয়ের কারখানা (রিভিউ)
আসসালামুআলাইকুম, সকলকে ধন্যবাদ। আজকে আপনাদের জন্য এক সময় অপচয়ের কারখানা বা সাইট নিয়ে এসেছি যেটা কিনা সবাই বলে টাকা কামানোর মেশিন। কেও বলছে এখান থেকে প্রতিদিন ৫ ডলার আয় করুন, কেও বলছে ১২ ডলার আবার কেও তো ৩০ থেকে ৪০ ডলার পর্যন্ত আয় করার কথা বলছে। ডলার যেন এই সাইটে উপচে পড়ছে খালি যাবেন আর নিয়ে আসবেন। হ্যা হ্যা আমি নিওবাক্স এর কথা বলছি।
এইটাও পেইডভার্টস এর মতই একটা ফালতু সাইট যেখানে আপনাকে টাকা চোখে দেখতে হলে কোটি কোটি এড দেখতে হবে আগে। আর এইটাতে আরো একটা বড় ঝামেলা হচ্ছে রেফারাল ছাড়া আপনি টাকার ট ও দেখতে পারবেন না। এখন রেফারাল কই পাবেন? উপায় আছে, নিওবাক্স ই উপায় দিয়ে দিছে। এড দেখে যে দু চার পয়সা আয় করবেন সেটা দিয়ে আবার রেফারাল কিনবেন।
আমি বলছি না যে নিওবাক্স ভুয়া, কিন্তু আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন, ১০ পয়সার জন্য এড দেখে সময় নষ্ট করে আপনার লাভ কি যেখানে ১০ পয়সা এখন ভিক্ষাও দেয় না।
আপনি কেন আপনার মুল্যবান সময় সময় নষ্ট করবেন যেখানে আরো হাজারটা উপায় আছে অনলাইনে আয় করার জন্য, যেখান থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন।
বাস্তব জীবনে ভিক্ষা করা আর অনলাইনে পিটিসি সাইট গুলোতে কাজ করা একই কথা। আপনি রাস্তায় একটা ভিক্ষুক কেও যদি বলেন ৫ মিনিট দাঁড়িয়ে আপনার পাচটা কথা শুনতে তার বিনিময়ে তাকে ২ টাকার কম ভিক্ষা দিতে পারবেন না। আর এই সাইট গুলোতে কাজ করে আপনার ঘন্টার পর ঘন্টা নষ্ট করে পাচ্ছেন ৪০ পয়সা।
আমার কথা গুলো কেও ব্যক্তিগত ভাবে না নিয়ে একটু ভেবে দেখুন তারপর চিন্তা করুন নিওবাক্স এ সাইন আপ করবেন নাকি না। অনেকেই হয়তো আমাকে মারার জন্য উঠে পরে লাগবেন এখন। কিন্তু মারার আগে একবার জাতিকে দেখান যে আপনি এখান থেকে কত টাকা কামাই করতে পারছেন। আপনি এটা ব্যবহার করবেন নাকি না সেটা আপনার ইচ্ছা। আমি শুধু বলব এইখানে থেকে কেও যদি লাখ লাখ টাকা কামায় সে হচ্ছে এর মালিক। ধন্যবাদ সকলকে কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ