Bad Review
Paidverts: কম আয় সময়ের অপচয়
পেইডভার্টসঃ কম আয় সময়ের অপচয়।
পেইডভার্টস হচ্ছে একটি ক্লিক করে আয় (পি টি সি) করার সাইট যেটা থেকে আপনি টাকা আয় করতে পারবেন কিছু ছোট ছোট কাজের বিনিময়ে।
পেইডভার্টস ব্যবহারের আগে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কি ভালো কোন সাইট, এটা কি আসলেই টাকা দেয় নাকি শুধু শুধু আপনার সময় অপচয় করে এবং আপনার মেধার অপব্যবহার করে।
এই পোস্টে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পাবেন। এটা আমার কোন ব্যক্তিগত মতবাদ না। যারা পেইডভার্টস ব্যবহার করেছেন তাদের মতবাদের উপর ভিত্তি করেই আমি এই রিভিউ দিয়েছি।
আপনার এই সাইটের ব্যকগ্রাউন্ড ইনফরমেশন জানেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করা যায় সে সম্পর্কেও হয়তো ইতিমধ্যে বিভিন্ন সাইট থেকে দেখে নিয়েছেন কিন্তু তাদের কথা গুলো কতটুকু সত্য তা একটু দেখে নেওয়া যাক।
প্রথমেই বলি এই সাইটে জয়েন করতে কোন চার্জ লাগে না মানে একদম ফ্রী এবং তারা কখনো আপনাকে কোন টাকা ডিপোজিট করতে বলবে না এতটুকু বিশ্বাস আপনি তাদের উপর রাখতে পারেন।
আন্তর্জাতিক ভাবে এটাকে ১০০ এ ৩০ রেট দেওয়া হয়েছে তারমানে এট অনেকটাই দুর্বল একটা সাইট।
আর আপনারা যদি বলেন আমি এটাকে সমর্থন করি কি না তাহলে আমার উত্তর "না"।
পিটিসি সাইট গুলোর মধ্যে পেইডভার্টস অত্যন্ত ভালো একটি সাইট যেটা আসলেই আপনাকে পেমেন্ট দিবে কিন্তু অনেক এড দেখার মাধ্যমে এবং আপনি আপনার টাকাও তুলতে পারবেন। কিন্তু আপনার কিছু ডলার জমাতে যে কত মাস সময় লাগবে আর কত শ্রম দিতে হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আপনার মনে হবে যে এর চেয়ে বাসে বাসে চকোলেট বিক্রি করলে এর চেয়ে সহজ উপায়ে আয় করা যেত এবং আপনার একটা শিক্ষা হবে যে পিটিসি সাইটে আসলে খাজনার চেয়ে বাজনা বেশি।
আপনি হাজার হাজার সাইট পাবেন যেখানে বলছে প্রতিদিন ১০ ডলার ইনকাম করুন; বিশ্বাস করেন যদি তাই করা যেত তাহলে তারা এইগুলো প্রচার না করে নিজেরাই ১০ ডলার ইনকাম করত।
আপনি এইখানে একটা এড দেখে এক সেন্টের ও ২০ ভাগের ১ ভাগ টাকা কামাই করছেন মানে বাংলাদেশী টাকায় কয়েক পয়সা।
তাই আমার মনে হয় আপনার যদি অফুরন্ত সময় আর ধৈর্য্য থাকে তাহলে আপনি পেইডভার্টস এ কাজ করতে পারবেন কিন্তু কাজের টাকা দিয়ে এক কাপ চা খেতে হলেও বছর পার হবে। ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ