ট্রান্সক্রিপশন থেকে আয় করুন।


চারিদিকে যখন শুনছেন অনলাইনে আয় করুন প্রতিদিন ১০০ ডলার কিন্তু কোনটাতেই কোন কিছু হচ্ছে না তখন মনে হচ্ছে প্রতিদিন ১০০ ডলার দরকার নাই কম হলেও হবে তাহলে বুঝতে হবে আপনি আজেবাজে এড দেখা বাদ দিয়েছেন এবং অনেকটা রিয়েলিস্টিক হয়েছে অনলাইন জগতে এবং বুঝতে পারছেন যোগ্যতা ছাড়া এখানে ভাত নাই। 
Do audio transcription accurately by Samanjamil05
তো আপনার যদি একটা ভালো কান থাকে এবং ইংলিশ ভাষা বোঝেন মানে বলতে চাচ্ছি ইংলিশ এর অর্থ না জানলেও চলবে শুধুমাত্র কোন ওয়ার্ড টা বলছে সেইটা যদি বোঝেন এবং আপনি যদি টাইপিং এ ভালো হন তাহলে এইখান থেকে আপনি খুব ভালো আয় করতে পারবেন।

এখানে আপনি প্রথমে টাকার আশা করবেন না প্রথমে কাজ টা শিখুন এবং দেখুন। কয়েকটা কোম্পানি তে জয়েন করুন (নতুনদের জন্য জয়েন করার কোম্পানি নিয়ে আমার আরেকটি পোস্ট আছে)। ১-২ সপ্তাহ প্রশিক্ষন দিলেই আপনি একজন ভালো ট্রান্সক্রিপ্টার হতে পারবেন এবং ঐসব কোম্পানী থেকে ভালো টাকা আয় করতে পারবেন। 

এখান থেকে কেমন আয় করা যায়ঃ

আসলে এটা সরাসরি বলা যায় না যে কেমন আয় করা যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে পে করে এবং আপনার কাজের গতির উপর টাকা নির্ভর করে। আপনি যত দ্রুত টাইপ করতে পারবেন তত বেশী টাকা আপনার জন্য বরাদ্দ। তবুও আপনি হয়তো জানতে চাচ্ছেন কেমন আয় করা যায় সেক্ষেত্রে বলতে পারি ১৫ থেকে ২২ ডলার আয় করতে পারবেন প্রতি এক ঘন্টা অডিও ট্রান্সক্রাইব করে।মনে রাখবেন যত ভালো টাইপিং করতে পারবেন তত বেশী ইনকাম করতে পারবেন।

কি কি লাগবেঃ

আপনি যদি সত্যি এটা করতে চান এবং এখান থেকে আয় করতে চান তাহলে আপনার কিছু জিনিশ লাগবে। এর জন্য লাগবে একটা ট্রান্সক্রিপশন সফটয়ার এবং ফুট প্যাডাল যেটা আপনাকে আরও ভালো সাহায্য করবে ট্রান্সক্রিপশন করার জন্য। সফটয়ার ফ্রীতেই পাবেন আর ফুট পেডাল কিনতে ১০০০ এর মত লাগতে পারে। এগুলো ছাড়াও আপনি করতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে এবং সময় বেশি লাগবে মানে আপনার ইনকাম কমে যাবে। যেহেতু আপনাকে অনেকক্ষন বসে থাকতে হবে তাই একটা নরম চেয়ার ও কিনে নিয়েন।😀😀 আর অবশ্যই আপনার একটা ভালো কান লাগবে সাথে একটা হেডফোন। তার মানে যা যা লাগছেঃ

১. কম্পিউটার
২. হেডফোন
৩. ট্রান্সক্রিপশন সফটয়ার (ফ্রী)
৪. ফুট পেডাল
৫. নরম চেয়ার😁😁
৬. ভালো কান
৭. ইংলিশ এ কিছু দক্ষতা
৮. অল্প একটু টাইপিং স্কিল।

আপনি কিছু ট্রান্সক্রিপশন প্র্যাক্টিস সাইট আছে যেখানে গেলে আপনি আপনার স্কিল টেস্ট করে দেখতে পারেন। নিচে দুইটা সাইট দিলাম চেক করে দেখতে পারেন আপনি এই কাজ করতে পারবেন কিনা।