Offline Business
বিমানে চাকুরি করতে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন
বিমানে চাকুরি করতে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন
ভালো ও উন্নতমানের চাকুরির ক্ষেত্রে বিমান বা এয়ারলাইন্সের চাকুরি অন্যতম। আমাদের অনেকেরই বিমানে চড়ার শখ থাকে আর সেটা যদি আপনার পেশা হয় তাহলে তো কথাই নেই। কিন্তু আমাদের দেশের সিংহভাগ মানুষের জানা নেই বা অভিজ্ঞতা নেই কিভাবে টাকা ছাড়া এয়ারলাইন্স কোম্পানিতে চাকুরী নিশ্চিত করা যাবে। এসব সেক্টরে চাকুরি করতে গেলে আমাদের অনেক টাকা ঘুষ কিংবা অসৎভাবে প্রয়োগ করতে হয়। আমাদের পোষ্টগুলোতে আপনি কিভাবে টাকা ছাড়াই বিমানে চাকুরি পাবেন সে বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব; এ বিষয়ে কিছু অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দিয়ে শুরু করবো, বাংলাদেশ বিমানে চাকুরী পাওয়া একটা সময় অনেক কস্টসাধ্য ছিল। কিন্তু ইন্টারনেটের যুগ সেটা এখন সহজ করে দিয়েছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এ অনেক গুলো শাখা আছে।যেমনঃ- এইচ আর, কাস্টমার সার্ভিস, কারগো, ফ্লাইট ক্যাটারিং, ইন্জিনিয়ারিং, ক্লিনিং, কেবিন ক্রু ইত্যাদি। আকাশে উড়তে হলে আপনাকে কেবিন ক্রু পদটাই বেছে নিতে হবে। বিমানের এইসব সেক্টরে চাকুরি করতে পারলে ভাল বেতন আশা করা যায় আর এটা বর্তমানে সম্মানজনক পেশা হিসেবে গৃহীত হয়।
বিমানে চাকুরি পাওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আপনার ভেতরে থাকাটা খুব জরুরি।
যেমনঃ-
১) আপনার ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। সাইন্স থেকে পড়াশোনা করলে আরও ভালো হয়। পদবি ভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ভর করে।
২) আপনাকে অবশ্যই কম্পিউটার অপারেটর এবং ইন্টারনেট ব্যবহার করা সম্পর্কে জানতে হবে।
৩) আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো কথা বলতে পারদর্শী হতে হবে।
৪) ইন্টারভিউ তে আপনার ভিতরে আত্মবিশ্বাস, বিনয়, সম্মান, হাসিমুখ ইত্যাদি থাকতে হবে। ইন্টারভিউ নিয়ে আমাদের আরেকটি পোষ্ট আছে দেখে নিতে পারেন।
৫) টেকনিক্যাল কাজ এর জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার।
৬) কেবিন ক্রু বা কাস্টমার রিলেটিভ পদবি এর জন্য আপনাকে লম্বা, সুন্দর, সুদর্শন, শারিরীকভাবে সুস্থ ,স্মার্টলি ইংরেজিতে কথা বলার পারদর্শীতা ইত্যাদি থাকতে হবে।
৭) কিছু পদবীর জন্যে আপনার পূর্ব চাকরি করা কোম্পানির মান যাচাই করা হয়।
৮) আপনাকে হতাশ হওয়া যাবে না।
অনেকে আছে প্রথমবারই সফল হয়, আবার অনেকে আছে বারবার চেষ্টা করেও সফল হয় না। মনে রাখবেন ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, ব্যর্থতা মানে সফলতার দিকে আর এক ধাপ এগিয়ে যাওয়া।
আপনারা চোখ রাখুন আমার ব্লগ এ আমি ধারাবাহিক ভাবে একেকটা বিষয় সম্পর্কে সঠিক তথ্য দেয়ার চেষ্টা করব।
নিচে আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর জব সাইট লিংক দিয়েছি।আপনারা যারা আগ্রহী তারা সাপ্তাহিক ভাবে চোখ রাখুন লিংক এ।
ক্যারিয়ার পেজ


একটি মন্তব্য পোস্ট করুন
1 মন্তব্যসমূহ
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন