Online solution
Blogspot.com থেকে কি Adsense পাওয়া যায়?
ব্লগস্পট ডট কম থেকে কি এডসেন্স পাওয়া যায়?
মানে আপনি হয়তো ভাবছেন blogspot.com এ পাওয়া সহজ নাকি .com সাইটে পাওয়া সহজ। কারণ .com হচ্ছে টাকা দিয়ে কেনা ডোমেইন অন্যদিকে blogspot.com হচ্ছে ফ্রী জিনিশ আর তাই আপনার মনে হতে পারে গুগল ফ্রী এর চেয়ে টাকার জিনিশ কেই বেশী মূল্যায়ন করবে। কিন্তু আপনার ধারনা একেবারেই ভুল এবং আমি আবার বলছি সম্পূর্ণরুপে ভুল। এইসব ধারণা থেকে এখনি বের হয়ে আসুন।
হোস্টেড প্লাটফরম থেকে আপনি যত সহজে এডসেন্স এপ্রুভাল পাবেন নন হোস্টেড সাইট থেকে আপনি তত সহজে এপ্রুভাল পাবেন না।
এখন হোস্টেড সাইট আর নন হোস্টেড সাইট কি তা আপনি সহজেই বুঝতে পারছেন। হোস্টেড সাইট হচ্ছে যেটা গুগল হোস্ট করে যেমন blogspot.com, youtube ইত্যাদি। আর গুগল বারবার বলছে হোস্টেড সাইটগুলো থেকে এডসেন্স পাওয়া সবচেয়ে সহজ আর এ জন্য অবশ্যই কিছু গুগল প্রদত্ত নীতিমালা অনুসরণ করতে হয়। আর নন হোস্টেড সাইট হচ্ছে .com, .in, .info ইত্যাদি।
তাহলে আপনারা এইটুকু আশ্বস্ত হলেন যে যাক এডসেন্স পাওয়া যায় কিন্তু যখন এ নীতিমালা শব্দ টা আসে তখন মাথা ঘোরে। কিসের নীতিমালা কিসের কি আমি তো কোন নীতি ভংগ করছি না। এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি কিন্তু এপ্রুভাল পাচ্ছি না। মনে হচ্ছে গুগল শুধু নীতিমালার দোহাই দিয়ে আমাদের এডসেন্স দিচ্ছে না।
যাই হোক আগের কথায় ফিরে আসি গুগল তাদের হোস্টেড সাইট গুলো তে খুব সহজেই এডসেন্স দেয় কিন্তু এই এডসেন্স দিয়ে আপনি নন হোস্টেড সাইটগুলোতে এড দেখাতে পারবেন না। একটা নন হোস্টেড সাইট এ এপ্রুভাল পাওয়া এত সোজা না। এগুলোতে এপ্রুভাল পেতে সাইট এর অনেক আপডেট করা লাগে অনেক বেশী নীতিমালা মেনে চলা লাগে। আর একবার নন হোস্টেড সাইটে এপ্রুভাল পেলে সেটা দিয়ে দুনিয়ার সব সাইটে এড দেখানো যায়।
তাহলে এখন আপনার নিজের বুদ্ধি দিয়েই বিচার করেন নন হোস্টেড সাইট থেকে এপ্রুভাল পেতে হলে আপনাকে কতটা আপগ্রেডেড হতে হবে। কতটা কন্টেন্ট সমৃদ্ধ সাইট হলেই তবে আপনাকে গুগল এই ক্ষমতা দিচ্ছে যে এর পর আপনাকে অন্য কোন নন এপ্রুভাল সাইটেও এড দেখাতে কোন জবাব দেওয়া লাগবে না গুগল এর কাছে। সুতরাং এটা সহজেই বুঝা যাচ্ছে যে blogspot.com থেকে এপ্রুভাল পাওয়া যথেষ্ট সহজ।
গুগল সবসময় দেখে আপনার কন্টেন্ট কেমন পাশাপাশি আপনার সাইটের লোডিং স্পীড কেমন সেটার উপর ও আপনার এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন মনে করেন আপনি বাইরের কোন ডোমেইন কিনলেন এবং হোষ্ট করলেন এখন সেই সাইট টা ভালো কোম্পানি থেকে না হলে তার সার্ভার ডাউন ও হতে পারে এবং পেজ লোড হতে যথেষ্ট সময় লাগতে পারে। এতে যা হয় অনেক ভিউয়ার ই বিরক্ত হয় এবং চলে যায় অন্য সাইটে। কিন্তু blogspot.com যেহেতু গুগল ই হোষ্ট করে আর গুগল এর সার্ভার খুব শক্তিশালী এবং এদের স্পীড ও অনেক ভালো তাই আপনার পেইজ লোড হতে সময় লাগবে সবচেয়ে কম। আর এখানে আপনার হোষ্ট করতে কোন মেইন্টেনেন্স খরচ ও নাই।
আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি গুগলে গিয়ে দেখতে পারেন লক্ষ লক্ষ Blogspot.com সাইট আছে যেগুলোতে Adsense এপ্রুভাল দিয়েছে।
ব্লগস্পট থেকে কিভাবে সহজে এপ্রুভাল পাওয়া যায় সে বিষয়ে আমার আরেকটি পোষ্ট আছে সেটা দেখতে পারেন। ঐ পোষ্ট এ আমি গুগল এর নীতিমালা গুলো যেগুলো আমরা ভঙ্গ করি কিন্তু বুঝতে পারি না সেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন
2 মন্তব্যসমূহ
nice post
উত্তরমুছুনআর্টিকেল টি পড়ে খুব ভাল লাগলো
উত্তরমুছুনএই বিষয় অনেক কিছু জানতে পারলাম
গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায় ২০২১